আবারও বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৫ হাজার ৪৬৭ জন। যা কিনা আগের দিনের তুলনায় সামান্য বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ২৪ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯,৪৮৬ জন। দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ১১২ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জন। দেশে এখন পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৫৮ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬৩ লাখ ৮৫ হাজার ২৯৮ জনকে।
ক্রমশই এগিয়ে আসছে করোনার তৃতীয় ঢেউয়ের সময়। তবে এই তৃতীয় ঢেউ কতটা প্রভাব ফেলবে, সে সম্পর্কে নিশ্চিত নন কেউই। তৃতীয় ঢেউ রুখতে ভ্যাকসিনকেই একমাত্র হাতিয়ার বলে মানছেন বিশেষজ্ঞরাও। অক্টোবরেই দেশে করোনার তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করেছে ন্যাশনাল ইনস্টটিউট অফ ডিজাস্টার ম্যানেজম্যান্ট। জানানো হয়েছে, আগামী অক্টোবর মাসে তৃতীয় ঢেউ শিখর ছোঁবে। সাবধানতা হিসেবে আগে থেকেই স্বাস্থ্য কাঠামোকে মজবুত রাখা জরুরি। শিশুদের জন্য করোনা চিকিৎসার ব্যবস্থাকে উন্নত করার দিকেও জোর দিতে বলা হয়েছে।