কাশ্মীরে যুদ্ধের পোস্টার….

নিজস্নাব সংবাদদাতা: নাশকতা চালাতে কাশ্মীরে জঙ্গি ঢোকানোর কাজ শুরু করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে এমন টাই খবর। পাশাপাশি জঙ্গি গোষ্ঠী হিজবুলকে ব্যবহার করে উপত্যকার বিভিন্ন এলাকায় পোস্টার-হুমকি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে এমনই চাঞ্চল্যকর গোয়েন্দ রিপোর্ট প্রকাশ্যে এসেছিল। এই সপ্তাহের শুরুতেই আরও চাঞ্চল্যকর খবর। এবার সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে পোস্টার সাঁটা হল কাশ্মীরে।

‘কাশ্মীরের শেষ সেনা, শেষ বুলেট পর্যন্ত লড়বে।’ ৩৭০ ধারা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামার জন্য এই দাবি করে পোস্টার সাঁটা হয়েছে শ্রীনগরের অলিগলিতে। পোস্টারে ছবি রয়েছে পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুরের।

পোস্টারে ছবি রয়েছে পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুরের।

পোস্টারে উপত্যকায় চলতে থাকা কার্ফুর বিরুদ্ধেও সরবের কথা বলা হয়েছে। যদিও পোস্টার সাঁটাকে কেন্দ্র করে বা এর জেরে এখনও কোনও উত্তেজনা হয়নি। তবে সতর্ক রয়েছে নিরাপত্তা বাহিনী।