কাল ভোট নন্দীগ্রামে

আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। জেলায় জেলায় ভোট প্রস্তুতি তুঙ্গে। পর্যাপ্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন রাখা হচ্ছে বুথে-বুথে। দ্বিতীয় দফার ভোটেও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন।

সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার রাজ্যের ৩০ আসনে হবে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এই জেলায় এবার তিন দফায় হবে নির্বাচন।