কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন রাজ্যের, চালু হচ্ছে দুটি স্কুল

রাজবংশী ভাষার পর এবার কামতাপুরি ভাষায় প্রাথমিক স্তরে পঠনপাঠনে অনুমোদন দিল রাজ্যসরকার। জানা গেছে গতকাল রাজ্যের শিক্ষাদপ্তর থেকে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন মিলতেই খুশি কামতাপুরি মানুষরা । সূত্রের খবর আপাতত জলপাইগুড়ি জেলায় দুটি স্কুল তৈরি হবে। সেখানেই কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হবে খুব শীঘ্রই।এরজন্য প্রয়োজনীয় অনুমোদন মিলেছে বলে দাবি করেছেন কামতাপুরি পিপলস পার্টির অতুল পন্থী নেতা কর্মীরা।এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান তারা। তবে পুরো উত্তরবঙ্গ জুড়ে যাতে আরো বেশি সংখ্যায় কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু করা যায় তার জন্য মুখ্যমন্ত্রীকে দাবি জানাবে কামতাপুরি মানুষেরা এমনটাই খবর।