কাউন্টডাউন শুরু পুজোর, শুরু হয়নি সামান্য প্রস্তুতিও

মহালয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু পুজোর চেনা ছবি কতটা দেখা যাবে, তা নিয়ে এখনও ৯৯ শতাংশ অনিশ্চিত সংশ্লিষ্ট সব মহল। তারই মধ্যে বাঙালির সেরা উৎসবকে ঘিরে আশার দিনযাপন শুরু হয়েছে। মহালয়া আর দুর্গাপুজোর মধ্যে এ বার এক মাসের ফারাক। ১৭ সেপ্টেম্বর মহালয়া। আগের দিন বিশ্বকর্মা পুজো। প্রতিবার ওই দিন থেকেই পুজোর আমেজের সূত্রপাত হয়। তা তুঙ্গে ওঠে মহালয়ায় অর্থাৎ পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনায়।