কলেজ ,বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে । অন্যদিকে করোনা পরিস্থিতিতে টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা । গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত কলেজ -বিশ্ববিদ্যালয় গুলি ফর্ম ফিলাপ ও বিভিন্ন তথ্যাদি আপলোড করতে নিতে পারবে না কোনো ফী , এমনটাই জানা গেছে শিক্ষামন্ত্রীর কথায় ।
রাজ্য সরকার আগেই নির্দেশ দিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না । কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল । বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে ফের একবার কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন শিক্ষামন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতিতে দুর্বিসহ অবস্থার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন । এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই রাজ্য সরকার চলবে । কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও এক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ করতে পারবে না ।
ভিডিও বার্তায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এবার উচ্চ শিক্ষাদপ্তর সিদ্ধান্ত নিয়েছে কলেজগুলি এবার ফর্ম ফিলাপের ফি নেওয়া হবে না । বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে উচ্চ শিক্ষাদপ্তরকে ফর্ম ফিলাপের টাকা না নিতে নির্দেশ দেন তিনি । এরফলে ছাত্রছাত্রীরা ফর্ম ফিলাপের ফী দিতে হবে না । কিন্তু ১০তারিখ থেকে ১৩তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিলাপ করে নিয়েছে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে কিনা বা কিভাবে ফিরিয়া দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি শিক্ষামন্ত্রী ।
প্রসঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ গুলিতে ফর্ম ফিলাপ চলবে ২০ ,২৫ তারিখ পর্যন্ত