কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা: স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে দু’বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ৩১ অক্টোবরের আগেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করে দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনপত্র তোলা এবং জমা নেওয়ার প্রক্রিয়া শেষ করে রাখা হলেও লক্ষ্মী পুজোর পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হবে।