কলকাতা ফেরা বাতিল হল রাজ্যের রাজ্যপালের

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। চলছে রাজ্য কেন্দ্র সংঘাত রাজ্য। নির্ধারিত সূচি পরিবর্তিত করে গতকাল রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিনের মধ্যে ফের অমিত শাহ-ধনকড় বৈঠক। সূচি এইভাবে পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। শাহের সঙ্গে সাক্ষাতের পর শনিবারই কলকাতায় ফিরতে পারেন তিনি। টুইট করে একথা জানিয়েছেন ধনকড় নিজেই।

এদিন সকালেই তাঁকে নিজের বাসভবনে ডেকে কথা বলতে চেয়ে ডেকে পাঠালেন অমিত শাহ। একই সফরে এভাবে দুই বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসায় ক্রমেই জল্পনা বাড়ছে। অমিত শাহের সঙ্গে ফের কেন দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন ধনখড় তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। গত মঙ্গলবার দিল্লি সফরে যান রাজ্যপাল। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। কী কারণে তাঁর হঠাৎ দিল্লি সফর তা নিয়ে স্পষ্ট কিছু না জানানো হলেও, মনে করা হচ্ছে রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়েই রিপোর্ট দিতে দিল্লিতে গিয়েছেন তিনি। তাঁর এই দিল্লি সফরকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।