কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট

ভারতের অন্যতম অগ্রণী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এবং উত্তরবঙ্গের অন্যতম মুখ্য ব্যাংক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংক এক কর্পোরেট এজেন্সি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। এরফলে, এসবিআই জেনারেলের রিটেল প্রোডাক্টগুলি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের নেটওয়ার্কের মাধ্যমে বিতরিত হতে পারবে। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এই স্ট্রাটেজিক টাই-আপ এগ্রিমেন্টের আওতায় জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্টের এক কম্প্রিহেন্সিভ রেঞ্জ প্রদান করতে সক্ষম হবে।

এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের হেড-ব্যাংকঅ্যাস্যুরেন্স সমীর ছাবরা জানান, এই চুক্তির ফলে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের ১৪২টিরও বেশি শাখার মাধ্যমে আরও বেশি মাত্রায় বীমাকরণ সম্ভব হবে বলে তারা আশাবাদী। অন্যদিকে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীন ব্যাংকের জেনারেল ম্যানেজার ডি কে সিং বলেন, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে এই টাই-আপের ফলে তারা তাদের গ্রাহকদের এক বিস্তৃত রেঞ্জের নন-লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট প্রদান করতে পারবেন।