সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, মহামারী মোকাবিলায় ভারতের পাশে আছে ইজরায়েল। তিনি বলেন, “আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব। ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত।” ইজরায়েলের রাষ্ট্রদূত আরও জানান যে, তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বন্ধু দেশের মদত করার আহ্বান জানিয়েছেন।
মহামারী মোকাবিলায় ওষুধ ও অক্সিজেন জেনারেটর ও রেসপিরেটর পাঠাচ্ছে ইজরায়েল। বিশ্লেষকদের মতে, মোদি জমানায় নয়াদিল্লি ও জেরুজালেমের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের জন্য অস্ত্রের অন্যতম জোগানদাতা হিসেবে উঠে এসেছে ইজরায়েল। অত্যাধুনিক মিসাইল, গাইডেড বোমা থেকে শুরু করে রাইফেল পর্যন্ত ইহুদি দেশটি থেকে আমদানি করা হয়। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবেই কাছাকাছি এসেছে দুই বন্ধু দেশ। ফলে ভারতের সংকটের সময় তারা যে পাশে দাড়াবে সেই কথা জানাই ছিল। বলে রাখা ভাল, করোনা রোগীর চিকিৎসায় বহু ক্ষেত্রেই অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মেডিক্যাল অক্সিজেনের (Oxygen) ঘাটতি। যা নিয়ে সরব বিরোধীরা। তবে এবার হয়তো দ্রুত এই সমস্যার সমাধান হতে পারে। কারণ এবার নাইট্রোজেন প্লান্টেই অক্সিজেন তৈরি করার পরিকল্পনা করছে মোদি সরকার। কয়েকদিন আগে এক জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি খোঁজ নেন নাইট্রোজেন প্লান্টগুলি অক্সিজেন প্লান্টে রূপান্তরিত করার কাজ কতদূর। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১৪টি নাইট্রোজেন প্লান্টকে বেছে নেওয়া হয়েছে। সরকার চাইছে আরও ৩৭টিকে বেছে নেওয়া হোক।