করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

কলকাতা: ফের করোনার থাবা টলিউডে। করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ মতো বিধি-নিষেধ মেনে নিজের বাড়িতেই সেলফ হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বৃদ্ধাশ্রম টু ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। সত্তোরোর্ধ লিলি চক্রবর্তীর বয়স দুশ্চিন্তায় ফেলেছে ঘনিষ্ঠ মহলকে।