করোনা চিকিৎসায় নিকোটিন ব্যবহারের গবেষণা ফ্রান্সে।

নিকোটিন মানুষকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচাতে পারে। ফ্রান্সের এক সাম্প্রতিক গবেষণা তেমনই দাবি করছে। প্যারিসের একটি শীর্ষ হাসপাতালের গবেষকরা ৩৪৩ জন করোনা আক্রান্তকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩৯ জনের শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে। গবেষক দলের এক গবেষকের দাবি, এঁদের মধ্যে মাত্র পাঁচ শতাংশই ধূমপান করেছেন। গত মাসে ইংল্যান্ডের একটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, চিনে ১০০০ জনের মধ্যে ১২.৬ শতাংশ ধূমপান করেছেন। গবেষণা অনুসারে, নিকোটিন ভাইরাসগুলি কোষে পৌঁছতে বাধা দিতে পারে। ফলে সেগুলি শরীরে ছড়িয়ে দিতে পারে না। এবার ফ্রান্সের স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চিকিৎসা শুরু করতে চায় ওই গবেষক দল।