শিলিগুড়িতে যখন একের পর এক বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসায় পিছিয়ে যাচ্ছে তখন সামনের সারিতে এগিয়ে এল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতাল। জানা গিয়েছে মহারাজা অগ্রসেন হাসপাতালে বর্তমানে ৪টি বেড নিয়ে করোনা রোগীদের চিকিৎসা শুরু হচ্ছে।পরবর্তীতে বেড সংখ্যা বাড়ানো হবে। সোয়াব টেস্টও খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য হাসপাতাল কর্মীদের উপযুক্ত প্রশিক্ষন এর ব্যবস্থা করছে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।