বিপুল শক্তিধর মহামারী করোনা’য় ভগবান-আল্লা-গড দ্বার রুদ্ধ করেছেন ছুৎমার্গ-এর ধর্ম-রাজনীতি থেকে নিজেকে বিরত রাখতে l করোনার ভয়ে শঙ্কিত হয়েছে অন্ধ কুসংস্কার,অপরিচ্ছন্নতা ও l করোনাতে ছোঁয়াছুঁয়ির ভয়ে ধর্ষক ভয় পাচ্ছে ধর্ষণ করতে l আকাশে বাতাসে অভিশপ্ত ধোঁয়া নিঃশ্বাসে বিষ দিতেও ভয় পাচ্ছে l বিশ্ব বিজ্ঞানের অহংকার ও আজ পরাজিত l যে মানুষ বিজ্ঞানের বলে চাঁদে, মঙ্গলে, অন্তরীক্ষে ঘুরে বেড়াতে সক্ষম সেও এতো সময় ধরে দিশেহারা-পরাজিত সামান্য এক ভাইরাস মোকাবিলায় l তাই মানুষ সর্ব শ্রেষ্ঠ এ ধারণা ভুল প্রমাণিত হলো বারেবারে l
জয়ী হলো অন্তরাত্মা নামক ভগবান-আল্লা-গড l যিনি প্রকৃতিতে ও প্রত্যেক জীব-জড়ের মধ্যে সর্বদায় পবিত্র, পরিষ্কার, পরিছন্ন ও স্বচ্ছ l আর মানুষ করোনা’র বলি হলেও জয়ী হলো তাঁর শ্রেষ্ঠ ধন মনুষ্যত্ব l যেখানে যতো পরিষ্কার -স্বচ্ছতা সেখানে ততো এই মহামারীর পরাজয় নিশ্চিত l তাই আজ দেহের,মনের, মনুষ্যত্বের, সমাজের,দেশের স্বচ্ছ বিকাশ,ভাবনা ও জাগরণ একমাত্র বধ করতে পারে এই করোনা নামক মহামারী l
দেখো সভ্যতা বিকাশের নামে আরো অসভ্য হয়ে মনুষত্ব ভুলে মানুষ যাদের উপরে আঘাত হেনেছে শত সহস্র বছর ধরে নিজে আরো ভালো থাকার লোভে তারা সবাই আজ এই ভয়াবহ মাহামরিতেও হাসছে, সুখে আছে l দেখো দেখো গাছ-পালা, আলো-বাতাস, জল-নদী, সমুদ্র-পাহাড় সব্বাই হাসছে l পশু-পাখি, কোরাল – শৈবাল হাসছে, ফুল হাসছে, ফড়িং-টা লাফাচ্ছে l হাসবে নাই বা কেন? এই মহামারীই তো ওদের টিকে থাকার লড়ায়ে ওদের একমাত্র বন্ধু হলো l ওদের প্রাণ ফিরিয়ে দিলো এই দূষিত পৃথিবীতে l আর হাসছে বিশ্ব-প্রকৃতি l শুধু পৃথিবীতে জীব-শ্রেষ্ঠ মানুষ কাঁদছে বিশ্ব জুড়ে l পরাজিত হচ্ছে তার লোভ-লালসা-ক্ষমতা দখলের লড়াই- কেড়ে খাওয়ার শক্তি l
শুধু মানুষের প্রাণের আহুতি, শহীদের বলিদান দিয়ে করোনা সাজালো তার বিজয় রথ l অসহায় মানুষ গুলো সহায় সম্বলহীন হতে হতে বেঁচে থাকা আর টিকে থাকার লড়ায়ে করোনা’র কাছে হার মানতে বাধ্য হলো l করোনা অবশ্য জাত-পাত, ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র কাউকেই আলাদা করে রেহাই দেয়নি তার হিংস্রতা থেকে l শুধু মানুষের মৃত্যুতেই তার জয়ের উল্লাস l
তবু জেনে রাখো ওহে করোনা, তুমি মানুষ মারলে ঠিকই তবু মনুষত্ব মারতে তুমি অধিকাংশ ক্ষেত্রেই অক্ষম l রোগের ভয়ে, মৃত্যুর আশঙ্কায় যখন বাবা কে ছুঁতে পারছে না ছেলে, স্বামী কে স্ত্রী, সন্তানকে ছুঁতে পারছে না মা – তখন ও অগণিত মানুষ মনুষ্যত্বের ডাকে সাড়া দিয়ে তোমাকে নস্যাৎ করতে সম্মুখ সমরে উপস্থিত l
যে পুলিশ ঘুষ খেতো শুনে আসছি জন্মাবধি তাকে দেখেছি অসহায় মানুষ, পশু সবার মুখে নিজের খাবার টাও তুলে দিতে lআর ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, ব্যাঙ্ক কর্মী, জরুরী কালীন পরিষেবায় যুক্ত সমস্ত মানুষ নিয়ত যুঝে চলেছেন করোনা’র সাথে l করোনা’র সাথে লড়ায়ে যাঁরা শহীদ হচ্ছেন, যাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন অন্যের প্রাণ বাঁচাতে তাঁরা দেশের সেনা বাহিনীর প্রত্যেকটি সেনার সাথেই সেনার মতোই কাঁধে কাঁধ রেখে লড়ছেন, সম্মানের-শ্রদ্ধার মৃত্যুবরণ করছেন l
করোনা পারেনি তাঁদের বুকের সাহস এতটুকু কেড়ে নিতে l তাই তাকে নির্লজ্জ-নগ্ন দাঁত-নখ বের করে কামড় বসাতে হচ্ছে বারবার ll
………….অরুণজিৎ দত্ত