করোনা আবহে এবার কৃত্রিম ঘাট বানিয়ে পুজো

গত কয়েকবছর ধরে গ্রীন ট্রাইব্যুনালের বিভিন্ন নির্দেশ এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে হাইকোর্ট ও রাজ্যের দূরত্ববিধি নির্দেশিকায় ছট পূজায় যখন পুণ্যার্থীদের কাছে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তার বিকল্প হিসেবে এবার কৃত্রিম ঘাট বানিয়ে ছটপুজার আয়োজনে ব্রতী হয়েছেন পুণ্যার্থীরা। এই করোনা আবহে ভিড় এড়িয়ে যেভাবে কৃত্রিম ঘাট বানিয়ে পুজো হচ্ছে তাতে স্বাস্থ্যকর্তারা প্রশংসা করেছেন বলে সূত্রের খবর। এর ফলে একদিকে যেমন মহানন্দার ঘাটে ঘাটে ভিড় এড়ানো যাচ্ছে তেমনি করোনা সংক্রমণ থেকেও রক্ষা পাচ্ছে পুণ্যার্থীরা।

এদিকে শিলিগুড়ির টিকিয়াপাড়া, সূর্যসেন কলোনি সহ বিভিন্ন পাড়ার মাঠে কৃত্রিম ঘাট বানিয়ে অল্প সংখ্যক পুণ্যার্থী পুজোয় অংশনিচ্ছেন তেমনি আবাসনের পুণ্যার্থীরা ছাদের উপরেই কৃত্রিম ছট ঘাট বানিয়ে এবছর ছট পুজায় অংশগ্রহন করছেন