করোনা আক্রান্তদের পাশে ত্রাতার ভূমিকায় অভিজিৎ দে ভৌমিক।

হাতে ব্যাগ, গায়ে পিপিই কিট নিয়ে রোজ দুবেলা ঘোরা এখন তাঁর রোজকার রুটিন । কোচবিহারে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । কোভিড সংক্রামিত হলেই সামাজিক দিক থেকে একঘরে হয়ে পরা পরিবারদের হাতে প্ৰয়োজনীয় দ্রব্য তুলে দেওয়াই এখন ধ্যান জ্ঞান । পেশায় আইনজীবী অভিজিৎ দে ভৌমিক নিজের কাজের শতব্যস্ততাতেও এগিয়ে আসছেন মানুষের পাশে মানুষের কাজে ।

তিনি জানান যেহেতু কন্টেন্টমেন্ট জোন থেকে কারো পক্ষে বাইরে বেরোনো সম্ভব নয় সেই কারণে এলাকা বাসীর খেয়াল রাখা তার কর্তব্য । সেই কর্তব্যবোধ থেকেই তিনি আক্রান্ত ব্যক্তিবর্গের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন । তিনি আর বলেন যে, এই সংকটকালীন পরিস্থিতিতে সকলের মধ্যে খাদ্যাভাব দেখা যাচ্ছে সেই জন্য তিনি নিজে দায়িত্ব নিয়ে বাজার করে সকলের বাড়িতে পৌঁছে দিচ্ছেন । জানা গিয়েছে, কোচবিহারের ১,২,১৯,২০ এই ওয়ার্ড গুলির দিকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।এলাকাবাসীর জানিয়েছে অভিজিৎ বাবু ব্যাগে করে চাল ,ডাল ,তেল, চিনি, লবন ইত্যাদি নানা নিত্য প্ৰয়োজনীয় দ্রব্যাদি নিয়ে পৌঁছে যাচ্ছেন করোনা আক্রান্তের বাড়িতে । খোঁজ খবর নিচ্ছেন দূর থেকে ।সম্প্রতি অভিজিৎ দে ভৌমিক কোচবিহারের জেলা তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন । তাঁর এই দুঃসাহসিক কাজের প্রশংসা করেছেন এলাকাবাসী।