করোনার রিপোর্ট পজিটিভ শুনেই স্বামীকে ঘর থেকে বের করে দিল স্ত্রী

রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন অর্ধাঙ্গিনী স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দরপাড়ায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। জানা গিয়েছে ওই স্বামী-স্ত্রী বেশ কয়েকবছর ধরে ভাড়াবাড়িতে থাকত হায়দরপাড়ায়। কিছুদিন আগেই ওই লোকটি তার করোনা টেস্ট করে। সূত্রের খবর গতকাল রাতে লোকটির স্ত্রী মোবাইলে করোনার রিপোর্ট পজিটিভ আসতেই আশেপাশের লোককে জানিয়ে দিয়ে স্বামীকে রাস্তায় বের করে দেয়।

এদিকে করোনা রোগীর রাস্তায় বেরিয়ে পরার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে এম্বুলেন্সকে ফোন করে ।শেষমেষ খবর পেয়ে হাজির হয় পুলিশ। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স আনা হয় । তারপর ব্যক্তিকে পাঠানো হয় কোভিড হাসপাতালে।

তবে যেখানে বারবার প্রচার করা হচ্ছে আমাদের লড়াইটা রোগের বিরুদ্ধে৷ রোগীর বিরুদ্ধে নয়। সেখানে এমন ঘটনায় পর কিছু মানুষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা রোগীদের পরিবারকে একঘরে করে দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলেও তাদের এলাকায় থাকতে দেওয়া হচ্ছেনা। ফলে এই অবস্থায় এলাকাবাসীদের আরও সহানুভূতিশীল হওয়া উচিত বলে মনে করছেন চিকিৎসক ও সমাজকর্মীরা।