ক্ষমতার লোভ ভাইরাসকেও ভয় পায় না । মানুষ বাঁচুক-মরুক, নির্বাচিত হয়ে মসনদে বসলেই কেল্লাফতে। তাই , সমস্ত আশঙ্কা দূরে সরিয়ে করোনা আবহেই ভোট অনুষ্ঠিত হ’ল সিঙ্গাপুরে । শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কাতারে কাতারে মানুষ ভিড় জমান বুথের বাইরে। মাস্ক, গ্লাভস, পি.পি.ই, ফেসগার্ড পরে লক্ষ লক্ষ ভোটার ব্যালট বাক্সতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরে যান। জানা যাচ্ছে, দেশে মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ। এত পরিমান মানুষের নির্বাচনে অংশগ্রহণ আগামী দিনে দেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়িয়ে দেবে না-তো? উঠছে প্রশ্ন
এই মুহূর্তে সিঙ্গাপুর’এ আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার। লকডাউন শিথিল হ’তেই জুন মাসে নির্বাচন কমিশন ভোট করানোর কথা ঘোষণা করে। সেই মতোই শুক্রবার থেকেই শুরু হয় ভোটদান পর্ব। চলবে রাত ৮টা পর্যন্ত