করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশে

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত মোট ৬টি রাজ্যে বার্ড ফ্লুর খবর পাওয়া গিয়েছে। কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে সংক্রমণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৬ রাজ্যে সীমাবদ্ধ থাকলেও, রোগ যে আরও ছড়িয়ে পড়বে না, তেমনও কোনও নিশ্চয়তা নেই।

বৃহস্পতিবার দেশের খাদ্যের সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা FSSAI জানিয়েছে, নির্দিষ্ট গাইডলাইন মেনে পোলট্রির সামগ্রী খেলে কোনও ভয় নেই। ভালো করে ধুয়ে নিয়মমতো সেদ্ধ বা রান্না করলে কারও আক্রান্ত হওয়ার ভয় থাকবে না। তবে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে না বলেই অভয় দিয়েছে প্রশাসন।