করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক

করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুশান্ত রায়। বৈঠকে তিনি জেলায় করোনা চিকিৎসার জন্য আরও ১০০ টির মত বেড বাড়ানোর পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানান। এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “করোনার তৃতীয় ঢেউএ শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আমরা এখন থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য ২০ বেডের পেডিয়াট্রিক ইন্সেন্টিভ কেয়ার ইউনিট(PICU) খোলার প্রস্তুতি নিচ্ছি।” এদিনের বৈঠক থেকে করোনা আক্রান্ত রোগীদের বেসরকারী হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ারও অনুরোধ করেন। সুশান্ত বাবু আরও বলেন “জ্বর হলেই করোনা নয়, তবে জ্বর হলে দেরি না করে করোনা টেস্ট করাতে হবে।” তারজন্য জেলাজুড়ে করোনা টেস্ট বাড়ানোর জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন। কার্যত মুখ্যমন্ত্রীর সুরে বেসরকারী হাসপাতালগুলোকে হুশিয়ারি দেন সুশান্ত বাবু। কোন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড ফেরালে সেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুশান্ত বাবু। পাশাপাশি বেসরকারী হাসপাতালগুলোকে মানবিক হওয়ারও আবেদন করেছেন তিনি।