করোনার নতুন রূপে কত শতাংশ কাজ করবে কোভিশিল্ড

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। করোনার তৃতীয় ঢেউ আসন্ন। ইতিমধ্যেই দেখা দিয়েছে করোনার নতুন অনেক রূপ। এই ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে পারে কত শতাংশ এবার তা খতিয়ে দেখছে ভ্যাকসিন প্রস্তুতকারক সব সংস্থা। কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে। একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)।

রিপোর্টে বলা হয়েছে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদ্‌রোগের সমস্যা যাঁদের আছে, এবং ৬৫-ঊর্ধ্ব যাঁদের বয়স, তাঁদের শরীরে অ্যান্টিবডি কমই তৈরি হয়। এই ক্ষেত্রে অ্যান্টিবডি এতটাই কম তৈরি হয়েছে যে তা ধরা পড়েনি। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাঁদের হয়তো তৃতীয় টিকা নিতে হতে পারে, জানিয়েছে আইসিএমআর।