দিন প্রতিদিন করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখী আর এতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা। করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় বৃদ্ধি পাবার দরুণ সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিল প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম তৈরি করার জন্য আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশুতোষ বিএড কলেজ পরিদর্শন করলেন প্রশাসন কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এদিন আশুতোষ বি এড কলেজে পরিদর্শনে যান আলিপুরদুয়ার ২ নং ব্লক বিডিও, আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক , শামুকতলা থানা ওসি সহ প্রশাসনিক কর্তারা। তারা আশুতোষ বি এড কলেজ পরিকাঠামো পরিদর্শন করেন।
আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় দেবনাথ জানান রোগীর সংখ্যা যদি বৃদ্ধি তাহলে আমরা প্রস্তুত রয়েছি এবং খুব শীঘ্র এখানে সেফ হোম খোলা হচ্ছে।