করোনা আবহে ভোট সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তাই ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব৷ সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন৷ রাজ্যে প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট ২৭ মার্চ৷ শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল৷ এবার রেকর্ড করে আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে৷ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেই দেশে প্রথম ভোট ছিল বিহারে।
