কংগ্রেসে বড়সড় ভাঙন মালদায়, তিনশো কর্মীসমর্থককে নিয়ে তৃণমূলে দানেশ মিয়া

কংগ্রেসের গড় বলে পরিচিত মালদায় এবার ভাঙন ধরাল শাসক দল তৃণমূল।এদিন কংগ্রেসের দৌলত নগর অঞ্চল সভাপতি শেখ দানেশ মিয়া তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে প্রায় তিনশোরও বেশি কর্মী সমর্থককে নিয়ে তৃনমূলে যোগ দিলেন বলে দাবি তৃণমূলের।জানা গেছে টানা ৩৫ বছর ধরে অঞ্চল কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। তার সঙ্গে এদিন কংগ্রেস ছেড়ে ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। দলবদলের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নজিবর রহমান, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি, তৃণমূল নেতা আসরাফুল হক, জম্মু রহমান প্রমুখ।

বৃহস্পতিবার খিদিরপুর বাসস্ট্যান্ড লাগোয়া ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচনের আগে যত্রতত্র দলবদলের খবর আসছে। তবে কংগ্রেসের টানা ৩৫ বছরের অঞ্চল সভাপতিকে দলে টানতে পারায় উচ্ছ্বসিত শাসক শিবির।