ওপ্পো’র ৫জি-যুক্ত এফ৯ প্রো সিরিজ

অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো লঞ্চ করল এফ৯প্রো সিরিজের দুটি স্মার্টফোন এফ১৯প্রো+ ৫জি, এফ১৯প্রো এবং স্বাস্থ্যসচেতন মানুষের জন্য ওপ্পো ব্যান্ড স্টাইল। 

ওপ্পো ব্যান্ড স্টাইলের দাম ২৯৯৯ টাকা। এটি অ্যামাজন স্পেশাল হিসেবে ৮ মার্চ থেকে পাওয়া যাচ্ছে। ওপ্পো এফ১৯প্রো+ ৫জি স্মার্টফোনের দাম ২৫৯৯০ টাকা এবং ওপ্পো এফ১৯প্রো স্মার্টফোনের দাম ২১৪৯০ টাকা (৮+১২৮ জিবি) ও ২৩৪৯০ টাকা (৮+২৫৬ জিবি)। এগুলির প্রি-বুকিং শুরু হয়েছে ৮ মার্চ, আর সেল শুরু হবে ১৭ মার্চ। ফোনগুলি পাওয়া যাবে দুটি কলারে – স্পেস সিলভার ও ফ্লুইড ব্ল্যাক। বিশেষ ডিসকাউন্ট হিসেবে ফোনের সঙ্গে এনকো ডব্লিউ১১ ইয়ারবাড পাওয়া যাবে ৯৯৯ টাকায় এবং ওপ্পো ব্যান্ড স্টাইল পাওয়া যাবে ২৪৯৯ টাকায়।

কলার ওএস ১১.১ যুক্ত নতুন ওপ্পো ফোনগুলিতে রয়েছে ৪৮এমপি কোয়াড ক্যামেরা, ৮এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২এমপি পোর্ট্রেট মোনো ক্যামেরা ও ২এমপি ম্যাক্রো মোনো ক্যামেরা। প্রিমিয়াম ফিচার হিসেবে রয়েছে এআই সিন এনহ্যান্সমেন্ট ২.০, ডায়নামিক বোকে, নাইট প্লাস, এআই নাইট ফ্লেয়ার পোর্ট্রেট, এআই কলার পোর্ট্রেট, এআই বিউটিফিকেশন ২.০, আল্ট্রা স্টেডি ভিডিয়ো এবং ৪কে ভিডিয়ো, ৬.৪৩ (১৬.৩সিএম) পাঞ্চ-হোল ডিসপ্লে, ২৪০০ X ১০৮০ এফএইচডি+ সুপার আমোলেড ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ৩.০ সেন্সর, কলার ওএস এফিসিয়েন্সি ৩.০। ওপ্পো ব্যান্ড স্টাইলে রয়েছে কন্টিনিউয়াস এসপিও২ মনিটরিং, ব্রিদিং কোয়ালিটি অ্যাসেসমেন্ট ডিউরিং স্লীপ অ্যান্ড রান ট্র্যাকিং। এটির সঙ্গে রয়েছে ১২টি ওয়ার্কআউট মোড।