উপজাতির তালিকায় নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে বিডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদার কোল জাতির মানুষরা। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় অবস্থিত বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আদিবাসী কোল সমাজ সেবা সংঘের পক্ষ থেকে ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেন অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভকারী কোল সমাজ সেবা সংঘের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি চালায় । পরে সংশ্লিষ্ট ব্লকের বিডিওর কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় আদিবাসীদের এই সংগঠনের পক্ষ থেকে। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়।
পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজ সেবা সংঘের রাজ্য সভাপতি পল্টু সোরেন কোল বলেন , বিভিন্ন রাজ্যে আদিবাসী কোল সমাজকে এস.টি’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নানান সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোল জনজাতির তালিকা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। কোন রকম সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে তাদের এস.টি’র তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিতে হবে । এরকমই দাবির কথা আমরা প্রশাসনের কাছে তুলে ধরেছি। রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে যদি অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন চালানো হবে।