এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন।

সম্প্রতি বিটা ভার্সনে এসেছিল এই ফিচার। এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন। Facebook জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব WhatsApp গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, “নিয়মিত 70 কোটি গ্রাহক WhatsApp ও Messenger ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার WhatsApp কলে আট জন যোগ দিতে পারবেন।”