এবার হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় সচিন তেন্ডুলকর

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানিয়েছেন সচিন তেন্ডুলকর, কিন্তু তা সত্বেও সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের চাহিদা মেটান তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সচিন। যেখানে নিজের হেয়ার স্টাইলের ছবি শেয়ার করেছেন তিনি। মজার বিষয় হল, এই চুলের নতুন স্টাইল তিনি নিজেই করেছেন।” স্কোয়ার কাট মারা থেকে নিজের চুল কাটা অন্যরকম কিছু করতে বরাবরই ভালোবাসি আমি। আমার চুলের ছাঁট কেমন হয়েছে@আলিমহাকিম এবং নন্দন_ভি_ নায়েক?” ক্যাপশনে লিখেছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি যেই না এসেছে, ভক্তদের কমেন্টের বন্যা বয়ে গেছে এই ছবিটিতে ১০০ টি সেঞ্চুরি করা এই ক্রিকেটারের জন্য।