এবার রাজ্যের দমকলমন্ত্রীর শরীরে বাসা বাঁধলো করোনা ভাইরাস।

পশ্চিমবঙ্গের করোনা চিত্রে রীতিমতো বড়সড় ধাক্কা লাগল দমকলমন্ত্রী সুজিত বসুর করোনা পজিটিভ ধরা পড়ায়। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কোনও মন্ত্রীর শরীর লক্ষ্য করে আক্রমণ শানাল কোভিড- ১৯ ভাইরাস। বৃহস্পতিবার রাতেই মন্ত্রী সুজিত বসুর শারীরিক পরীক্ষার ফলাফল আসার পর দেখা যায় যে তিনি করোনা পজিটিভ। তারপরেই দমকলমন্ত্রীকে নিজের বাড়িতেই কোয়ারান্টাইন অবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, তাঁর স্ত্রীও করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। কিছুদিন আগেই মন্ত্রী ও তাঁর পরিবারের সকলের শরীর থেকে নমুনা নিয়ে করোনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। সেই পরীক্ষার ফলাফলেই দেখা যায় মন্ত্রী সুজিত বসু এবং তাঁর স্ত্রী, দুজনেই করোনা পজিটিভ। তূবে তাঁদের দুজনেরই শরীরে এখনও পর্যন্ত কোনও উপসর্গ না থাকায় বাড়়িতে রেখেই চিকিৎসা চালানো হবে।