এক সময় বাংলা ছবির অন্যতম মুখ ছিনেল হিরন, সম্প্রতি ছবিতে তার দেখা পাওয়া যায়না বললেই চলে। তিনি তৃণমূল যুব রাজনীতির সাথে যুক্ত অনেক দিন থেকেই। ২১ এ জুলাই হোক বা অন্য কোনো রাজনৈতিক অনুষ্ঠান টলিউড এর এক ঝাঁক অভিনেতারা সেখানে উপস্থিত থাকতেন। তবে গেরুয়া হাওয়া শুধু মাত্র রাজনৈতিক নেতাদের শুধু না, দখল করেছে সিনেমা জগৎকে। একে একে তৃণমূলের বিখ্যাত নেতা যেমন শুভেন্দু অধিকারী, রাজিব ব্যানার্জি আরও অনেকেই গেরুয়া মুখো হয়েছেন ২১ এর ভোট এ।
সিনেমা জগৎ ও কেনো বাদ যাবে! নানান চরিত্রে অভিনয়ের দক্ষতা আর রাজনৈতিক নেতাদের দলবদল এসব চলে আসছে বহু দিন থেকেই।
অভিনেতা হিরন একটি ইন্টারভিউ তে জানিয়েছেন যখন ২০১৪ তে তিনি যুব তৃণমূলের সদস্য হন, অনেকেই তাকে নিয়ে চর্চা করেছেন যে তিনি নাকি নিজের আখের গোছাতে রাজনীতির খাতায় নাম লিখিয়েছিলেন। তিনি আরও জানান, তার সবচেয়ে দামী গাড়ি তিনি বেচে দিয়েছেন এবং ভাড়াবাড়িতে থাকছেন প্রায় কয়েক বছর ধরে।