এবার বাজারে এল হিরে বসানো মাস্ক

মহামারী করোনার বিরুদ্ধে লড়তে মাস্ক অন্যতম হাতিয়ার‌ । ভাইরাসের শরীরে প্রবেশ রুখতে পরতেই হবে মাস্ক। বাইরে বেরোলেই মুখ ঢাকতে হবে। গোটা দেশে জারি এই নিয়ম। আর তাই চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত অনেকেই বাড়িতেই মাস্ক তৈরি করতে শুরু করে দিয়েছেন। কিন্তু শুধু কাপড়ের মাস্ক নয়, ইতিমধ্যেই বাজারের এসে গিয়েছে বিভিন্ন ডিজাইন ও রঙের মাস্ক। এমনকি এক ব্যক্তি সোনা দিয়েও মাস্ক তৈরি করে ফেলেছেন। আর এবার বাজারে এল হিরে বসানো মাস্ক। বিয়ে বাড়ি বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই মাস্ক তৈরি করেছে একটি গয়নার দোকান। মাস্কের দাম প্রায় ১,৪০,০০০ টাকা। এর আগে পুনের ওই ব্যক্তি পুরো সোনা দিয়ে ২.৮৯ লক্ষ টাকার মাস্ক তৈরি করেছিলেন। তবে সেটি সোনার তৈরি হলেও সেটা বেশ পাতলা এবং নিঃশ্বাস নেওয়ার জন্য বেশ কয়েকটি ফুটো রয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সোনার সেই মাস্ক বা নয়া হিরের মাস্ক কতটা কার্যকরী তা নিয়ে সন্দেহ রয়েছে।