এবার নন্দীগ্রামে হবে অফিস

ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব রাজনৈতিক শিবিরে। গত ১৮ জানুয়ারি নন্দীগ্রাম আসনে প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রকাশ্য সভা থেকেই নিজের নাম ঘোষণা করে দিয়েছিলেন। তাই এবারের ভোট পরিচালনার জন্য দলের রাজ্য স্তরের নেতারা প্রায় নিয়ম করে নন্দীগ্রামে যাতায়াত শুরু করেছেন। এবার ভোট পরিচালনার জন্য একজো়ড়া অফিস তৈরি হচ্ছে নন্দীগ্রামে। নন্দীগ্রামের দু’টি ব্লক নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লকে খোলা হচ্ছে ওই দু’টি অফিস।