এবার থেকে পাহাড়ের জনতা নেতাকে চালাবে, হুঁশিয়ারি রাজুর

পাহাড়ে অনেক নেতা এসেছে, পার্টি এসেছে।সবাই শুধু জনতার ভোট নিয়ে নিজের আখের গুছিয়েছে ,এবার সেই দিন শেষ। এবার থেকে পাহাড়ের জনতাই নেতা।ঠিক করবে, নেতা নয়। এভাবেই বক্তব্য রেখে বিমল গুরুং এবং অনিত বিনয়দের বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন নকশালবাড়ি ব্লকের নিরপানিতে প্রকাশ্য জনসভায় একুশের ভোটের কাঠি বাজালেন সাংসদ। নতুন বছরের শুরু দিনেই রাজুর বার্তা তিনি এতদিন রাজনীতি বোঝেন নি ।জনতার রায়ে সাংসদ হয়েছিলেন ।এবার তিনি আসল রাজনীতি শুরু করবেন বলেও পরোক্ষে পাহাড়ের বিমল অনিতদের বার্তা দিয়ে রাখলেন।

সাংসদ এদিন চাবাগানের প্রসঙ্গে জানান, চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হার আগামী তিনমাসের মধ্যেই বাড়বে।এজন্য নতুন বিল পাশ হয়ে গেছে । শ্রমিকদের পারিশ্রমিক বেড়ে তিনশো টাকা হবে বলেও জানান বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র। রাজু বিস্তার দাবি যতদিন পাহাড়ের গোর্খাদের স্বপ্ন স্থায়ীভাবে সমাধান নাহয় ততদিন তিনি রাজনীতি করবেন। পাশাপাশি একুশের বিধানসভায় ২০০ বেশি সিটে বিজেপি জয়ী হবে বলে তিনি জানান।বর্তমান জিটিএ প্রশাসকদেরও কটাক্ষ করে সাংসদ জানান যেদিন পাহাড়বাসীর স্বপ্ন পূরণ হবে সেদিন আমি নিজেই ইস্তফা দিয়ে দেব।তার জন্য পাহাড়ে আমি লড়ব। গোর্খা ভাইদের জন্য লড়ব। পাহাড়ের জন্য লড়ব।এদিন প্রায় একঘন্টার দীর্ঘ ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই পাহাড়ের বিমল গুরুং এবং বিমল বিরোধী অনিত বিনয়দের বিরুদ্ধে তোপ তাগেন দার্জিলিংয়ের সাংসদ।