এবার ট্রামে চড়ে ঠাকুর দেখা

কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ-এর বিষয় মাথায় রেখেই কলকাতার ট্রাম কোম্পানি, ট্রামে চড়ে ঠাকুর দেখার বুকিং চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম। সপ্তমী ও নবমীতে ঠাকুর দেখাবে রাজ্য পরিবহন নিগম। উত্তর ও দক্ষিণ কলকাতার বাছাই করা কিছু পুজো মন্ডপ দেখানোর ব্যবস্থা করেছে ট্রাম কোম্পানি। মাত্র ৫০০ টাকায় বুকিং করা যাবে।

এসি ট্রাম যেগুলি রয়েছে, সেগুলিকেই যথাযথ ভাবে স্যানিটাইজ করে ঠাকুর দেখানোর ব্যবস্থা করানো হয়েছে। এসপ্ল্যানেড থেকে সকাল ১১ টায় শুরু হবে ঠাকুর দেখানোর ব্যবস্থা। রাজ্য পরিবহন নিগমের এমডি রাজনবীর সিং জানিয়েছেন, “ট্রাম কলকাতার হেরিটেজ। যেহেতু চলতি বছরে করোনা সংক্রমণের আশঙ্কা সকলেরই আছে, তাই আমরা কোভিড প্রটোকল মেনেই ঠাকুর দেখানোর ব্যবস্থা করেছি ট্রামে চড়ে।”