এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দিতে হবে। ভ্যাকসিনের একটি শট পেতে খরচ হবে ২৫০ টাকা। ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। মার্চ থেকেই যে শুরু হবে দ্বিতীয় দফা গত। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয়েছিল করোনার টিকাকরণ। এখনও পর্যন্ত দেশের ১.‌৩৭ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের টিকাকরণ করা হয়েছে। টিকাকরণের জন্য এবারের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।