এবার করোনা আক্রান্ত হলো দাদা

এবার করোনা সংক্রমণের থাবা পড়লো ক্রীড়া জগতে৷ করোনা আক্রান্ত মহারাজ৷ সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ আপাতত হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজ করোনা আক্রান্ত হলেও স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ 

প্রসঙ্গত, বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্টও বসানো হয়ছিল তাঁর৷ পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিয়েছিলেন৷ এর পর জানুয়ারি মাসেই ফের বুকে ব্যথা অনুভব করায় ফের হাসাপাতালে ভর্তি হন সৌরভ৷ দ্বিতীয়বার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি৷ এর পর ফের ফিরে যান কর্মজগতে৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে ইংল্যান্ডেও গিয়েছিলেন৷ আইপিএল-এর প্রথম পর্বে ভারতের বিভিন্ন মাঠে দেখা গিয়েছিল তাঁকে৷ দ্বিতীয় পর্বে বেশ কয়েকবার দুবাইতেও যান৷ সেই সঙ্গে করেছেন দাদাগিরির শ্যুটিংও৷ কিন্তু তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসায় বছরের শেষটাও কাটতে চলেছে হাসপাতালেই৷ 

এর মাধে কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিসের৷ সেই সময় বেহালার বাড়িতেই এক সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি৷ সেই সময় কোভিড পরীক্ষা করিয়েছিলেন৷ রিপোর্ট নেগেটিভ আসে৷ হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্নেহাশিস৷ কিছুদিন পর সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পান বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সচিব৷  এর পর কোভিজ আক্রান্ত হন সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও৷ রিপোর্ট পজেটিভ আসার পর তিনিও হাসপাতলে ভর্তি হয়েছিলেন৷ সেই সময়ও কোভিড ছুঁতে পারেনি দাদাকে৷ তবে কোভিডের প্রকোপ কিছুটা কম হতেই শুরু হয় বিভিন্ন শ্যুটিংয়ের কাজ৷ এর ফাঁকে তিনি মুম্বইয়েও গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ আসতে পারে বলে মনে করা হচ্ছে৷