এবার করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করা হবে

যতদিন যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য এবং তদন্ত এক অন্যমাত্রা ও গতি পাচ্ছে। প্রত্যেকদিন নতুন নতুন তথ্য হাতে আসছে মুম্বই পুলিশের। মুম্বই পুলিশ জানিয়েছে যে, এই সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হবে করণ জোহরকে। এর আগে জানা গিয়েছিল, মহেশ ভাট ছাড়াও ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতাও মুম্বই পুলিশের তলব পেয়েছেন সুশান্তের মৃত্যু তদন্তে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রবিবারই জানিয়েছিলেন যে, সঠিক পথে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে যাকে যখন প্রয়োজন ডাকা হবে। বলিউডে বহিরাগতদের সঙ্গে যে আচরণের অভিযোগ উঠছে, তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকার।