এবারের পুজোয় শহরের আকাশে জমেছে কালো মেঘ

কলকাতা: গভীর নিম্নচাপ, মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই শুরু মহাসপ্তমীর মহাপুজো৷ একে করোনা তার ওপর শহর ও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া৷ আবহাওয়া দফতর, জানাচ্ছে নয়৷ গোটা পুজো জুড়েই নাকি বৃষ্টির দুর্যোগ চলবে ৷

গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। পূর্বাভাস বলছে আজ বিকালে এই নিমচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দরবনের উপর দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ ৭ জেলা বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমানে। তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি।