এপ্রিল থেকে নিসানের সব গাড়ির দাম বাড়ছে

নিসান ইন্ডিয়া তাদের সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছে১ এপ্রিল থেকে। অটো কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় তারা বাধ্য হয়ে সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছেন বলে জানালেন নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব। বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি আলাদাভাবে হবে।

এখন নতুন নিসান ম্যাগনাইট বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে (https://book.nissan.in/), মাত্র ১১,০০০ টাকায়। এই গাড়িটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইনআপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। সেগমেন্টের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ দুইরকম ইঞ্জিন অপশন-যুক্ত নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি ভেরিয়েন্টে। দুইরকম ইঞ্জিন অপশন-সহ ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে এমটি ও এএমটি ভেরিয়েন্টে। এমটি ও সিভিটি অপশনের ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২এল ইঞ্জিন-সহ।১.২এল ইঞ্জিন অপশনের ডাটসুন গো এমটি ও সিভিটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।