এনজেপিতে টেন্ডার নিয়ে কোন্দল তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে: বিজেপি নেতা জয়দীপ নন্দী

এনজেপিতে আইওসির টেন্ডার নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর বিরোধ হচ্ছে। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা জয়দীপ নন্দী। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে এনজেপি চত্তর এলাকায় তেল সরবরাহ টেন্ডার সংস্থাগুলির মধ্যে ঝামেলা চলছে বলে সূত্রের খবর। আর এই ঝামেলাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

কম রেটে টেন্ডার ডাকায় শ্রমিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখিয়ে আইওসির গেট বন্ধ করে দেয় শাসক দলের শ্রমিক সংগঠন।অন্যদিকে সেই টেন্ডারই শাসক দলের কয়েক জন নেওয়ার জন্য রাজি হয়ে যায়।এই নিয়ে দুপক্ষের মধ্য বচসায় উত্তেজনা ছড়ায়।যদিও গতকালই আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ রায় জানান যে গোষ্ঠী কোন্দোল নয়।বহিরাগতরা তাদের উপর হামলা করেছে।এলাকায় শান্তি বজায় রাখতে বেঙ্গল ট্যাংঙ্কার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিছিলও করেন তারা।বুধবার জয়দ্বীপ নন্দী সাংবাদিক বৈঠক করে বলেন টেন্ডার নিয়ে যে গন্ডোগোল হয়েছে তা তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর এর ফলে এলাকার মানুষ ভীত হয়ে রয়েছে।