এনজেপিতে গোষ্ঠী সংঘর্ষ, আহত ছয়

রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এনজেপি। জানা গিয়েছে এদিন বেলা বারোটা নাগাদ রেলস্টেশনের ভিতরে রেলের অস্থায়ী কাজে নিযুক্ত কিছু কর্মীর কাজকে নিয়ে গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোল মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষে রূপ নিলে শুরু হয়ে যায় ব্যাপক মারামারিজ লাঠালাঠি। সূত্রের খবর রেলের জল দেওয়ার কাজে কিছু অস্থায়ী কর্মীর নিয়োগ হয় কিছুদিন আগে। সেই কাজে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সদস্যরা ওই কর্মীদের কাজে বাধা দিতে গেলে গন্ডগোল বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি।ঘটনায় ছয় জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার জেরে এনজেপি রেল স্টেশনের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসেও ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতি। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে আঙ্গুল তুলেছে। বিজেপির অভিযোগ কাজে নিযুক্ত শ্রমিকদের থেকে তৃণমূল কাটমানি পাচ্ছে না বলে তাদের রুজি রুটি বন্ধ করে দিতে চাইছে। অপরদিকে এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার এলাকায় গিয়ে বিজেপিকে হুমকি দিয়ে জানিয়েছে এই বিজেপির ভাড়াটে গুন্ডা শিলিগুড়িতে দাঙ্গা লাগাতে চাইছে বলে তাঁর অভিযোগ।অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকা থমথমে।