এক দেশ এক হেলথ কার্ড ব্যবস্থা চালু করার প্রস্তুতি শুরু কেন্দ্রীয় সরকারের

এক দেশ এক রেশন কার্ডের আদলে এবার এক দেশ এক হেলথ কার্ড ব্যবস্থা চালু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ অগাস্ট এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷

পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য একটিই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে৷ এর পাশাপাশি আধার কার্ডের মতো প্রত্যেক নাগরিকের হেলথ আইডি কার্ড তৈরি করা হবে ৷ এইতথ্যভান্ডারে চিকিৎসকদের তালিকা সহ দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে৷

এই প্রকল্পে প্রত্যেক নাগরিককেই একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে৷ ভবিষ্যতে সমস্ত রকমের টেস্টএবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷এর সবথেকে বড় সুবিধে এটাই হবে যে দেশের যে কোনও প্রান্তের হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীকে আর তাঁর সঙ্গে অতীতের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বয়ে নিয়ে যেতে হবে না৷ কারণ তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ওই কার্ডেই সেভ করা থাকবে৷ নাগরিকদের মেডিক্যাল ডেটা রাখার জন্য হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের একটি সার্ভারের সঙ্গে যুক্তকরা হবে