এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

গভীর উদ্বেগে স্বাস্থ্য ভবন। এই প্রথম বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। পরিষেবা দিতে গিয়ে তাঁরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল বেলেঘাটা আইডির মতো জায়গায় এক দিনে এত জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই চাপ তৈরি হয়েছে।

জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী। বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের কয়েক জনকে সেফ হোম ও কয়েক জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।