শুরু হল চাপানউতোর। রাজ্যে সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। ফলও প্রকাশিত হয়েগেছে। একুশের নির্বাচনে অভূতপূর্ব আসন পেয়ে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কিন্তু জয় পেল না বিজেপি। তবে বিজেপির নেতারা দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছেন রাজ্যের বহু আসনে তারা হেরেছেন ২ হাজারের কম ভোটে। তাই তাঁরা পুনর্গণনা আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। মামলা করবেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে রাজ্যের আসনগুলোতে পুনর্গণনা চেয়ে শাসক দলের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই সিদ্ধান্ত পালটা চাপের কৌশল। পুনর্গণনা নিয়ে রাজ্য রাজনীতিতে যুযুধান দু‘পক্ষের মধ্যে বাগযুদ্ধ ক্রমশ বাড়ছে।
একের পর এক অভিযোগ আনছে বিজেপি
