একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও মহিলাদের

একশো দিনের আর্থিক দুর্নীতি, প্রাপ্য মজুরি না মেলা সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। জানা গেছে পুরাতন মালদার মুচিয়া গ্রামে কয়েকশো মহিলা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের পরিস্থিতির কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। পরে অবশ্য পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে বিক্ষোভকারীদের সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে এই অবস্থান-বিক্ষোভ তুলে নেন জবকার্ডধারী ওই এলাকার মহিলারা।

বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ১০০ দিনের কাজ প্রকল্পে বেশিরভাগ সময় জবকার্ডধারীদের কাজ দেওয়া হচ্ছে না। যদিও বা এই প্রকল্পের কাজ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে জবকার্ডধারীদের ১৫০ টাকা করে দেওয়া হচ্ছে। অথচ সরকার নির্ধারিত মূল্য ২০৪ টাকা করে দেওয়ার কথা রয়েছে । এখানেও কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারী মহিলারা । আর এনিয়েই এদিন ওই গ্রামের শতাধিক মহিলারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন । প্রায় দুই ঘন্টা ধরে মুচিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে চলে এই বিক্ষোভ কর্মসূচি।