একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি আলিপুরদুয়ারে

একশো দিনের টাকা খাচ্ছে মৃত ব্যক্তি! তাও আবার একটি জব কার্ডে নয়, তিন তিন টি জবকার্ডে টাকা হাতিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। এই দুর্নীতির বিরুদ্ধে আজ গ্রাম পঞ্চায়েতে প্রধানকে ডেপুটেশন দিল নাগরিক মঞ্চ।

নাগরিক মঞ্চের তরফ এ প্রফুল্ল চন্দ্র রায় বলেন সাত বছর আগে মৃত ব্যক্তির নামে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে এমনকি ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নিচ্ছে ‌।তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে একটি বিক্ষোভ কর্মসূচিও করেন এবং গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত যারা এই অসৎ কাজে লিপ্ত আছেন তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেবার দাবি জানিয়েছেন নাগরিক মঞ্চ ।গ্রাম পঞ্চায়েত প্রধান তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ।এই দুর্নীতিতে প্রধান উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে নাগরিক মঞ্চ বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ।