শুভ জন্মদিন, সোনম কাপুর! হ্যাঁ, মঙ্গলবারই ৩৫ বছরে পা দিলেন ‘দিল্লি সিক্স’- এর অভিনেত্রী। মেয়ের জন্মদিনে বাবা অনিল কাপুর পোস্ট করলেন একটা দারুণ ছবি, যা দেখেই আপনার মনে হবে যে, এ যেন বাবা-মেয়ে নয়, দুই বন্ধুর ছবি। তবে মেয়ে সোনমের জন্মদিনে একটা গোপন কথা প্রকাশ্যে এনেছেন বলিউডের ‘লক্ষ্মণ’। অনিল লিখেছেন যে, তাঁর মেয়ে সোনম কাপুরই “একমাত্র ব্যক্তি” যাঁকে তিনি “ভয় পান”। মেয়ে সোনমের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি, একথাও স্বীকার করে নেন হিন্দি সিনেমা জগতের ওই এভারগ্রিন অভিনেতা। তবে শুধু যে বাবা অনিলই সোনমকে ভয় পান তা নয়, অভিনেত্রীর স্বামী আনন্দ আহুজাও বলেছেন যে, স্ত্রী সোনমকে তিনিও বেশ সমীহ করেই চলেন।