এইচসিএল জিগ্স কম্পিটিশন

এইচসিএল-এর পক্ষ থেকে আনা হল ‘এইচসিএল জিগ্‌স’ প্রতিযোগিতা। এই ‘প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্লাটফর্মের’ মাধ্যমে ষষ্ঠ থেকে নবম গ্রেডের ছাত্রছাত্রীদের একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতা পরীক্ষা করা হবে। ‘এইচসিএল জিগ্‌স’ প্রতিযোগিতার উদ্দেশ্য, দেশে সমস্যা সমাধানের এক সংস্কৃতি গড়ে তোলা।

এই প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতাটি ভার্চুয়ালি দু’টি রাউন্ডে হবে: কোয়ালিফায়ার (২৪-২৭ জুন) ও ফিনালে (১৭ ও ১৮ জুলাই)। অংশগ্রহণকারীরা ১৬ লক্ষ টাকা মূল্যের পুরস্কার ও গ্যাজেট জেতার সুযোগ পাবে। ‘এইচসিএল জিগ্‌স’ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তিনটি প্রাথমিক বিষয়ে ১০টি উল্লেখযোগ্য প্যারামিটারের মাধ্যমে পরীক্ষা করবে। এগুলিই হবে সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য বিষয়। ‘এইচসিএল জিগ্‌স’ পরিচালিত হবে দুইটি রাউন্ডে। প্রথমটি হল কোয়ালিফায়ার স্টেজ, যা হবে প্যান-ইন্ডিয়া অনলাইন-অলিম্পিয়াডের মাধ্যমে। প্রতি গ্রেডের ২০ পার্সেন্টাইল শিক্ষার্থী ‘এইচসিএল জিগ্‌স’ ফিনালের যোগ্য বলে বিবেচিত হবে। প্রতি গ্রেডের ১২ জন ছাত্রছাত্রীকে ‘এইচসিএল জিগ্‌স’র ফার্স্ট এডিশনের জয়ী বলে ঘোষণা করা হবে। তাদের উপহার হিসেবে প্রাইজ ও গ্যাজেটস দেওয়া হবে। এছাড়াও বিজয়ীরা এইচসিএল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনোভেশন ল্যাবসে রিয়াল ওয়ার্ল্ড প্রোজেক্টসে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।‘এইচসিএল জিগ্‌স’ চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন চলছে। আগ্রহী ছাত্রছাত্রী বা স্কুলগুলি অনলাইনে (www.hcljigsaw.com) রেজিস্টার করতে পারবে।