এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড

এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে – ইকুইটি, ডেট ও গোল্ড। এর উদ্দেশ্য বিনিয়োগকারীদের অ্যাসেট অ্যালোকেশনের প্রয়োজন পূরণ করা। ইকুইটির লক্ষ্য ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন প্রদান, ডেটের উদ্দেশ্য পোর্টফোলিয়োর স্ট্যাবিলিটি বৃদ্ধি ও গোল্ড হল একটি নিরাপদ অ্যাসেট ক্লাস। 

এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড অ্যাসেট অ্যালোকেশনের জন্য একটি মডেলচালিত উপায় অনুসরন করে চলে। বর্তমানে এই স্কিম লার্জ ক্যাপ প্রবণতা নিয়ে চলছে। এর ৭০ শতাংশ ইকুইটি অ্যাসেট বিনিয়োগ হচ্ছে লার্জ ক্যাপগুলিতে। যেসব বিনিয়োগকারী ইকুইটি, ডেট ও গোল্ড – এই তিনটি অ্যাসেট ক্লাসে বিনিয়োগের জন্য একটি প্রোডাক্টের সন্ধান করছেন, সেইসব বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের এক উপযুক্ত পন্থা হল এইচডিএফসি মাল্টি-অ্যাসেট ফান্ড, যা এক দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপায়।