ভারতের অগ্রণী গ্রিন সিমেন্ট উৎপাদনকারী জেএসডব্লিউ সিমেন্ট তার ‘সেলস অ্যান্ড মার্কেটিং’ কাজকর্ম ডিজিটাইজেশন করছে, যাতে চ্যানেল পার্টনাররা এআই-বেসড ডিজিটাল ইন্টারভেনশন ব্যবহার করে সহজে ব্যবসা পরিচালনা করতে পারে। এজন্য জেএসডব্লিউ সিমেন্ট ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপে আবদ্ধ হয়েছে, যাতে তার ট্রেড কাস্টমারদের সঙ্গে ‘এআই-বেসড এনিটাইম এনিহোয়্যার বিজনেস’ লেনদেন চালু করা সম্ভব হয়। ইয়ালোচ্যাটের সঙ্গে পার্টনারশিপের ফলে জেএসডব্লিউ সিমেন্ট আপসেল ও ট্রানজেক্ট করতে এবং তার গ্রাহকদের আরও ভাল সার্ভিস দিতে পারবে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে।
এরফলে ২০২৩ অর্থবর্ষ নাগাদ জেএসডব্লিউ সিমেন্ট বর্তমানের ১৪ এমটিপিএ থেকে ২৫ এমটিপিএ-তে উন্নীত হতে পারবে। উল্লেখ্য, জেএসডব্লিউ সিমেন্ট হল ভারতের অন্যতম প্রথম সিমেন্ট কোম্পানি যারা ট্রেড কাস্টমারদের জন্য কনভার্সেশনাল কমার্স সার্ভিস চালু করছে। জেএসডব্লিউ সিমেন্ট ভারতের পূর্ব, পশ্চিম ও দক্ষিণাংশে বিশেষভাবে উপস্থিত রয়েছে। ডিজিটাইজেশন উদ্যোগের অঙ্গ হিসেবে জেএসডব্লিউ সিমেন্ট এআই-বেসড মোবাইলটেক ইন্টারভেনশন চালু করেছে, যার অন্তর্ভুক্ত রয়েছে ট্রেড চ্যানেলগুলির জন্য কনভার্সেশনাল কমার্স সার্ভিস।